ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে বন্দরে বিস্ফোরণ, আহত ৫১৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৭, ২৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:২০, ২৬ এপ্রিল ২০২৫
ইরানে বন্দরে বিস্ফোরণ, আহত ৫১৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে কমপক্ষে চার জন নিহত ও ৫১৬ জন মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ওমানে ইরান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার পারমাণবিক আলোচনা শুরু করছে, তখন এই বিস্ফোরণের ঘটনা ঘটলো। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আঞ্চলিক বন্দর কর্মকর্তা ইসমাইল মালেকিজাদেহ বলেছেন, “শহীদ রাজাই বন্দর ডকের একটি অংশে বিস্ফোরণটি ঘটে এবং আমরা আগুন নেভাচ্ছি।”

রাজধানী তেহরানের ১০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। এটি হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত। এই বন্দর দিয়ে দিয়ে বিশ্বের তেল উৎপাদনের এক পঞ্চমাংশ রপ্তানি হয়।

হরমুজগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোখতার সালাহশুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, “বিস্ফোরণের পর ঘটনাস্থলে চারটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়