‘কাশ্মিরে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত পাকিস্তান’
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, ভারত-অধিকৃত কাশ্মিরের পহেলগাম হামলার ঘটনার ‘নিরপেক্ষ ও স্বচ্ছ’ তদন্তের জন্য প্রস্তুত ইসলামাবাদ। শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্যারেড অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
২২ এপ্রিল পহেলগামে হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর থেকে বিতর্কিত হিমালয় অঞ্চলে সবচেয়ে মারাত্মক সশস্ত্র হামলা হিসেবে এটি বর্ণনা করা হচ্ছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী। ভারতের দাবি, এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে।
হামলার ঘটনার পর থেকে পারমাণবিক শক্তিধর দুই দেশ একে অপরের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং পাকিস্তান প্রতিশোধমূলকভাবে সিমলা চুক্তি স্থগিত রাখার হুমকি দিয়েছে। এছাড়া ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেছেন, “পহেলগামে সাম্প্রতিক ট্র্যাজেডি এই চিরস্থায়ী দোষারোপের আরেকটি উদাহরণ, যা অবশ্যই বন্ধ করতে হবে। একটি দায়িত্বশীল দেশ হিসেবে তার ভূমিকা অব্যাহত রেখে, পাকিস্তান যেকোনো নিরপেক্ষ, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য তদন্তে অংশগ্রহণের জন্য উন্মুক্ত।”
ভারতের সমালোচনা করে তিনি বলেন, “বিশ্বাসযোগ্য তদন্ত বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ এবং মিথ্যা অভিযোগের শোষণের ধরণ” অব্যাহত রেখেছে ভারত।
ঢাকা/শাহেদ