ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উড়ল সাদা ধোঁয়া, ১৪০ কোটি খ্রিস্টান পেল নতুন পোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ৮ মে ২০২৫   আপডেট: ২৩:০৩, ৮ মে ২০২৫
উড়ল সাদা ধোঁয়া, ১৪০ কোটি খ্রিস্টান পেল নতুন পোপ

সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হচ্ছে সাদা ধোঁয়া। ছবি: বিবিসি

ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখা গেছে। এর মাধ্যমে কার্ডিনালদের ভোটে পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কয়েক দিনের অধীর অপেক্ষার পর ১৪০ কোটি ক্যাথলিক খ্রিস্টান পেল নতুন ধর্মগুরু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ মে) বিকেল ৬টায় (বাংলাদেশর সময় রাত ১০টা) সিটির সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হওয়া শুরু করে।

তবে নির্বাচিত পোপের নাম এখনও ঘোষণা করা হয়নি। আগামী এক ঘণ্টার মধ্যেই তিনি সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দায় উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি ভাষণ দেবেন।

নির্বাচনের পর নতুন পোপকে সিস্টিন চ্যাপেলের পাশের একটি ছোট কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি ঐতিহ্যবাহী সাদা পোপের পোশাক পরিধান করবেন। এরপর শীর্ষস্থানীয় কার্ডিনাল ‘হাবেমাস পাপাম (আমাদের একজন পোপ আছেন)’ বলে নতুন পোপের নাম ঘোষণা করবেন। এরপর তার নির্বাচিত পোপীয় নাম ঘোষণা করা হবে।

সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হাজার হাজার মানুষ ও বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক ধর্মাবলম্বী অধীর আগ্রহে নতুন পোপের আগমনের জন্য অপেক্ষা করছেন। নতুন পোপের নির্বাচন ক্যাথলিক চার্চের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা বিশ্বজুড়ে গভীর আগ্রহের সৃষ্টি করেছে।

সূত্র: বিবিসি

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়