ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৯ মে ২০২৫   আপডেট: ১৪:৫০, ৯ মে ২০২৫
ভারতের ৭৭টি ড্রোন ধ্বংসের দাবি পাকিস্তানের

পাকিস্তান শুক্রবার সকাল পর্যন্ত ভারতের ৭৭টি ড্রোন ধ্বংস করেছে। শুক্রবার পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি বলেছে, “৮ মে সন্ধ্যা নাগাদ পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন গুলি করে এবং গত রাত থেকে আরো ৪৮টি ড্রোন ধ্বংস করেছে।” 

আরো পড়ুন:

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের ‘যথাযথ জবাব’ দিচ্ছে।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারত। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে তিনটি হচ্ছে ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, তারা ২৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে। 

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, বৃহস্পতিবার ভারতীয় ড্রোন হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে অবস্থান সনাক্ত করা। 

তিনি বলেন, “আমরা নিরাপদ স্থানে ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করেছি।”

আসিফ বলেছেন, “আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা বর্তমান পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে ২০০ শতাংশ প্রস্তুত।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়