ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ৯ মে ২০২৫  
৭ পাকিস্তানি অনুপ্রবেশকারীকে হত্যার দাবি ভারতের

জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টার সময় সাত জনকে হত্যা করেছে ভারত। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধান্ধার পোস্ট থেকে সীমান্ত পেরিয়ে গুলি চালিয়ে পাকিস্তান রেঞ্জার্স তাদের অনুপ্রবেশে সহায়তা করছিল। ভারতের সামরিক অভিযানে পাকিস্তানি পোস্টেরও ক্ষতি হয়েছে।

আরো পড়ুন:

বিএসএফ জানিয়েছে, ৮ ও ৯ মে মধ্যরাতে সাম্বা সেক্টরে অনুপ্রবেশের সময় নজরদারি গ্রিড সন্ত্রাসীদের একটি দলকে সনাক্ত করে।

সামরিক পোস্ট ধ্বংসের একটি ভিডিও শেয়ার করে বিএসএফ বলেছে, “বিএসএফের সতর্ক বাহিনী অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কমপক্ষে সাতজন সন্ত্রাসীকে হত্যা করেছে এবং পাক পোস্ট ধান্ধারে ব্যাপক ক্ষতি করেছে।”

এ ব্যাপারে পাকিস্তানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনডিটিভি জানিয়েছে, রাতে পাকিস্তানের পক্ষ থেকে সীমান্তবতী বেশ কয়েক জেলায় হামলা চালানো হয়েছে। জম্মু, পাঠানকোট এবং উধমপুরের সামরিক ঘাঁটিগুলোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কয়েকটি শহরও একইভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। কিন্তু পাকিস্তানের পাঠানো সব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এরপর পাকিস্তানি সেনারা সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় পোস্ট এবং গ্রামগুলোতে আবার গুলি চালাতে শুরু করে। ভারতীয় সেনারা উপযুক্ত জবাব দেয়। তারা বেশ কয়েকটি পাকিস্তানি সেনা পোস্ট ধ্বংস করে দেয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়