শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
শ্রীলঙ্কায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। শুক্রবার একটি জলাধারে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান বাহিনীর বেল ২১২ হেলিকপ্টারটি উত্তর-মধ্যাঞ্চলীয় মাদুরু ওয়ায়ায় জলাধারে বিধ্বস্ত হয়েছে।
সেনাবাহিনীর স্পেশাল ফোর্সেস ব্রিগেডের একটি পাসিং আউট প্যারেড প্রদর্শনের জন্য হেলিকপ্টারটি যাচ্ছিল।
নিহতদের মধ্যে দুইজন বিমান বাহিনীর এবং চারজন বিশেষ বাহিনীর সদস্য রয়েছেন।
শ্রীলঙ্কা বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার তদন্তের জন্য নয় সদস্যের একটি প্যানেল নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ