ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ৯ মে ২০২৫   আপডেট: ১৮:৪১, ৯ মে ২০২৫
পাকিস্তান ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে: ভারত

ভারত দাবি করেছে, বৃহস্পতিবার রাতে পাকিস্তান তুরস্কের তৈরি ৩০০ থেকে ৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ভারতীয় সামরিক বাহিনীর অবকাঠামোর কাছাকাছি জম্মু ও কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাবের শহরতলিতে এসব হামলা চালানো হয়েছে। শুক্রবার ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

কর্নেল কুরেশি জানান, শত শত ড্রোনের গুলিবর্ষণ করেছিল - যার সবকটিই ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা বা নিস্ক্রিয় করা হয়েছিল। পাকিস্তানের এই হামলা বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

আরো পড়ুন:

তিনি জানান, এর মধ্যে জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি জুড়ে অব্যাহত ছোট অস্ত্রের গুলিবর্ষণ এবং কামানের গোলাবর্ষণ অন্তর্ভুক্ত ছিল। হামলায় একজন সৈনিকসহ ১৬ জন ভারতীয় নিহত হয়েছে।।

কর্নেল কুরেশি বলেন, প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি  করেছে, শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে এবং লাহোরে চীনা তৈরি একটি এইচকিউ-৯ সিস্টেম সহ পাকিস্তানি বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কগুলোকে নিষ্ক্রিয় করে পাল্টা আক্রমণ চালিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় এলাকাগুলোতে হামলা শুরু করে

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়