ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৪ মে ২০২৫  
পুতিনের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ: ইউক্রেন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্তাম্বুলের বৈঠকে অংশগ্রহণের বিষয়ে স্পষ্টতা পাওয়ার পর শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন। বুধবার ইউক্রেনের একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইস্তাম্বুলের আলোচনায় যোগদানের জন্য পুতিনকে চ্যালেঞ্জ জানিয়েছেন। যদি পুতিন যোগ দিতে রাজি হন, তাহলে ২০১৯ সালের ডিসেম্বরের পর এটি হবে দুই যুদ্ধরত দেশের নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

কূটনৈতিক সূত্র বলেছে,“পুতিন ইস্তাম্বুলে আসতে ভয় পাচ্ছেন কিনা তার উপর সবকিছু নির্ভর করবে। তার প্রতিক্রিয়ার ভিত্তিতে, ইউক্রেনীয় নেতৃত্ব পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

ক্রেমলিন বুধবার জানিয়েছে, ইউক্রেনের সাথে সম্ভাব্য আলোচনার জন্য বৃহস্পতিবার একটি রুশ প্রতিনিধিদল ইস্তাম্বুলে থাকবে। তবে মস্কোর পক্ষ থেকে কে সেখানে থাকবে তা প্রকাশ করা হয়নি এবং পুতিন সেখানে যাবেন কিনা তা স্পষ্ট করা হয়নি

ইউক্রেনীয় এবং রাশিয়ান আলোচকদের মধ্যে সরাসরি আলোচনা শেষবার ২০২২ সালের মার্চ মাসে রাশিয়ার আক্রমণের প্রথম সপ্তাহগুলোতে ইস্তাম্বুলে হয়েছিল।

গত সপ্তাহে পুতিন বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনা বসতে চান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি ইস্তাম্বুলে যাবেন এবং পুতিন ছাড়া রাশিয়ার অন্য কোনো কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসতে রাজী নন। এরপর থেকে এ ব্যাপারে রুশ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি বা তাদের পরিকল্পনা সম্পর্কে তথ্য প্রকাশ করেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে আলোচনার জন্য তুরস্কে যেতে পারেন। তবে সেখানে পুতিন উপস্থিত থাকবেন কিনা তা তিনি জানেন না।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়