ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৬ মে ২০২৫   আপডেট: ১২:১৯, ২৬ মে ২০২৫
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা একথা ঘোষণা করেছেন। খবর আনাদোলুর। 

প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা রবিবার (২৫ মে) একটি রাজনৈতিক অনুষ্ঠানে ঘোষণা করেন, “মাল্টা আগামী মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।”

আরো পড়ুন:

অনুষ্ঠানে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের ওপর।

গাজায় ইসরায়েলের নৃশংস বোমাবর্ষণের প্রসঙ্গ টেনে অ্যাবেলা বলেন, “আমরা এই মানবিক ট্র্যাজেডির দিকে চোখ বন্ধ করতে পারি না, যা প্রতিদিন আরো ভয়াবহ হয়ে উঠছে।”

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

মাল্টার প্রধানমন্ত্রী বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি একটি নৈতিক দায়িত্ব। আগামী ২০ জুন একটি সম্মেলনের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে।”

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়