ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ৫ জুন ২০২৫   আপডেট: ১৭:০৪, ৫ জুন ২০২৫
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪

ফিলিস্তিনি ছিটমহল গাজার প্রধান শহর গাজা সিটির একটি হাসপাতালে সাংবাদিকদের তাঁবুতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার মেডিকেল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।

আরো পড়ুন:

সূত্রটি নিহতদের নাম সুলাইমান হাজ্জাজ, ইসমাইল বাদাহ, সামির আল-রিফা'ই এবং আহমেদ কালাজা বলে শনাক্ত করেছে।

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) গাজা সিটির আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের মাঠে একদল সাংবাদিক গরম থেকে রক্ষা পাওয়ার জন্য অস্থায়ী তাঁবু স্থাপন করার সময় তাদের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই চারজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। 

হামলায় আরো বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

চিকিৎসকরা বলছেন, এই ড্রোন ক্ষেপণাস্ত্রগুলো মারাত্মক কারণ এগুলো পেরেক ও ধাতুর টুকরো দিয়ে ভরা থাকে। যখন এগুলো বিস্ফোরিত হয়, তখন এগুলো শরীরের মধ্য দিয়ে ছিদ্র করে ও তীব্র রক্তপাত ঘটায়।

আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের পরিচালক ডা. ফাদেল নাঈম বলেছেন, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাসপাতালটিতে ইসরায়েলের এটি অষ্টম আক্রমণ।

তিনি বলেন, ‘গত ১৯ মাস ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার ফলে বেশিরভাগ হাসপাতাল বন্ধ হয়ে গেছে। যার ফলে আমাদের উপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে।”

স্থানীয় প্রেস স্বাধীনতা পর্যবেক্ষকদের মতে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে আজ আরো চারজন গণমাধ্যমকর্মীর মৃত্যুর ফলে নিহত সাংবাদিকের সংখ্যা কমপক্ষে ২২৪ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক সুরক্ষা কমিটি (পিজেপিসি) গাজাকে ‘সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ২২১ জনেরও বেশি গণমাধ্যমকর্মীকে হত্যা করেছে- গড়ে প্রতি তিন দিনে একজন সাংবাদিক।

বুধবার (৪ জুন) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৫৪ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়