গাজায় ঈদের দিনেও ইসরায়েলের হামলা, নিহত ২০
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। এমনকি আজ শুক্রবার (৬ জুন) ইসলামের অন্যতম পবিত্র উৎসব ঈদুল আজহার প্রথম দিনেও ফিলিস্তিনিদের রেহাই দেয়নি ইসরায়েল।
প্রত্যক্ষদর্শী এবং চিকিৎসা সূত্রের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার ঈদুল আজহার প্রথমদিন সকালে গাজা উপত্যকায় বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েল। এতে ২০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজার খান ইউনিসে একাধিক অভিযান চালিয়েছে, অন্যদিকে ভারী কামান শহরের মধ্য, উত্তর এবং পূর্ব অংশে আবাসিক এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।
চিকিৎসা সূত্রের মতে, খান ইউনিসের অবরুদ্ধ আল-সারায়া এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশু নিহত হয়েছে। শহরে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় আহত আরো একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়ার জন্য তাঁবুর মাঝখানে স্থাপিত একটি মোবাইল ফোন চার্জিং স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় চার ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাফায়, মার্কিন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর হাতে আরো চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।
খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে ইসরায়েলি বিমান হামলার পর, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে একজনের মরদেহ খুঁজে পেয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছেন, ইসরায়েলি সেনারা উত্তর খান ইউনিসে একাধিক আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে।
চিকিৎসা সূত্র জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়ায় আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নয়জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ঈদের আগের দিন রাতে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় শিশু, নারী এবং সাংবাদিকসহ কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় ঈদের সময় এমন নির্মম দৃশ্য অবশ্য নতুন কিছু নয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর ইতিমধ্যে তিনটি ঈদ এভাবেই কেটেছে সেখানকার বাসিন্দাদের। আজ এ যুদ্ধের ৬০৮তম দিনে চতুর্থ ঈদের দিনটিও দুর্বিষহ হয়ে এসেছে তাদের জীবনে।
গাজায় যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে দেড় বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
ঢাকা/ফিরোজ