ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: সর্বোচ্চ সতর্কতায় মধ্যপ্রাচ্যের দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২২ জুন ২০২৫   আপডেট: ১৮:১২, ২২ জুন ২০২৫
সর্বোচ্চ সতর্কতায় মধ্যপ্রাচ্যের দেশগুলো

ইরানের উপর মার্কিন হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রবিবার উপসাগরীয় দেশগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার ভোরে মার্কিন বাহিনী ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে বাঙ্কারবিধ্বংসী বোমা দিয়ে হামলা চালিয়েছে। শান্তি চুক্তিতে রাজি না হলে তেহরানকে আরো বিধ্বংসী আক্রমণের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরো পড়ুন:

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, মার্কিন হামলার পর উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। অন্যদিকে বাহরাইন চালকদের প্রধান রাস্তা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে এবং কুয়েত একটি মন্ত্রণালয় কমপ্লেক্সে আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

তেহরান এর আগে সতর্ক করে দিয়ে বলেছিল, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপর আক্রমণ করে, তাহলে তারা এই অঞ্চলে আমেরিকান সম্পদ লক্ষ্য করতে পারে, যার মধ্যে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে।

বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত এবং সৌদি আরব ও কুয়েত, প্রতিবেশী কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও মার্কিন ঘাঁটি রয়েছে।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে হামলার পর তারা পারমাণবিক দূষণের কোনও লক্ষণ খুঁজে পায়নি।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যপ্রাচ্য নীতির একজন সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, “যদিও যুদ্ধটি ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি শত্রুতার মধ্যে সীমাবদ্ধ ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা একটি গুরুত্বপূর্ণ সীমা যা উপসাগরীয় দেশগুলোকে, বিশেষ করে বাহরাইন, কুয়েত ও কাতারকে-যাদের বৃহৎ মার্কিন সামরিক স্থাপনা রয়েছে, তাদের সংঘাতে টেনে আনার ঝুঁকি তৈরি করেছে।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়