ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২৬ জুন ২০২৫   আপডেট: ০৮:৫৯, ২৬ জুন ২০২৫
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৭৯ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় আরো অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪০০ জন। আজ বৃহস্পতিবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পূর্ব গাজা শহরের শেজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের সরকারি  বার্তা সংস্তা ওয়াফা মেডিকেল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য গাজার নেটজারিম এলাকায় ত্রাণ সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো ৩৩ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বুধবার (২৫ জুন) মধ্য ও উত্তর গাজাতেও বিমান হামলা চালিয়ে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 

বাসাল বলেন, কেন্দ্রীয় নুসাইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ভোরবেলা ইসরায়েলি হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন, দেইর আল-বালাহ এবং গাজা শহরের পূর্বে দুটি পৃথক হামলায় আরো ১০ জন নিহত হয়েছেন।

একটি মেডিকেল সূত্র জানিয়েছে, দক্ষিণ গাজার পূর্ব খান ইউনিসের আবাসান শহরে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল এক তরুণ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করেছে।

উত্তর গাজার জাবালিয়া আল-বালাদে ওমারি মসজিদের কাছে মানুষের সমাবেশ লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উত্তর-পূর্বে কাফর মালেকে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় কমপক্ষে তিনজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, তখন থেকে গাজায় কমপক্ষে ৫৬ হাজার ১৫৭ জন নিহত হয়েছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়