ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক দেয়ালে চার লিটার রঙ দিতে ২৩৩ জন শ্রমিক!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ৫ জুলাই ২০২৫  
এক দেয়ালে চার লিটার রঙ দিতে ২৩৩ জন শ্রমিক!

ভারতের মধ্যপ্রদেশের শাহদোল জেলায় গণিত এবং জনশক্তির এক অলৌকিক ঘটনা ঘটেছে। জেলার সাকান্দি গ্রামের একটি সরকারি স্কুলের একটি দেয়ালে চার লিটার রঙ করার জন্য ১৬৮ জন রঙমিস্ত্রি এবং ৬৫ জন রাজমিস্ত্রিকে নিযুক্ত করা হয়েছিল। স্রেফ চার লিটার রঙ একটি দেয়ালে কীভাবে এই দুই শতাধিক লোক প্রয়োগ করলেন তা নিয়ে রীতিমতো গবেষণা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রঙ-এর ই বিল প্রকাশের পর দেখা গেছে, সাকান্দির একটি স্কুলে মাত্র চার লিটার রঙ লাগানোর জন্য ১ লাখ সাত হাজার রুপি এবং নিপানিয়া গ্রামের আরেকটি স্কুলে ২০ লিটার রঙ লাগানোর জন্য ২ লাখ ৩০ হাজার রুপি তুলে নেওয়া হয়েছে। 

সাকান্দিতে একটি দেয়ালের জন্য ১৬৮ জন শ্রমিক এবং ৬৫ জন রাজমিস্ত্রি কাজ করেছেন। আর নিপানিয়ায় ১০টি জানালা ও চারটি দরজা রঙ করার জন্য ২৭৫ জন শ্রমিক এবং ১৫০ জন রাজমিস্ত্রি নিযুক্ত করা হয়েছিল।

রঙের ঠিকাদারি প্রতিষ্ঠান সুধাকর কনস্ট্রাকশন ৫ মে এই বিল তৈরি করেছিল। আর ৪ এপ্রিল নিপানিয়া স্কুলের প্রধান শিক্ষক এই বিল যাচাই করে স্বাক্ষর করেছিলেন।

জেলা শিক্ষা কর্মকর্তা ফুল সিং মারপাচি বলেছেন, “এই দুটি স্কুলের বিল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে, উদ্ভূত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়