ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাপপ্রবাহে ইউরোপে ২৩০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৯ জুলাই ২০২৫  
তাপপ্রবাহে ইউরোপে ২৩০০ জনের মৃত্যু

গত সপ্তাহে শেষ হওয়া তীব্র তাপপ্রবাহের সময় ইউরোপের ১২টি শহরে তাপ-সম্পর্কিত কারণে প্রায় দুই হাজার ৩০০ জন মারা গেছেন। বুধবার প্রকাশিত একটি বৈজ্ঞানিক বিশ্লেষণের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গবেষণাটি ২ জুলাই শেষ হয়েছিল। এর আগের ১০ দিন পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল। স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল এবং ফ্রান্সে দাবানল ছড়িয়ে পড়েছিল।

ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের বিজ্ঞানীদের পরিচালিত গবেষণা অনুসারে, এই সময়ের মধ্যে দুই হাজার ৩০০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অনুমান করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ৫০০জনের মৃত্যু জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক ড. বেন ক্লার্ক বলেছেন, “জলবায়ু পরিবর্তন পরিস্থিতিকে আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে উষ্ণ করে তুলেছে, যা এটিকে অনেক বেশি বিপজ্জনক করে তুলেছে।”

গবেষণায় বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন এবং মিলান সহ ১২টি শহর অন্তর্ভুক্ত ছিল। গবেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

বুধবার এক মাসিক বুলেটিনে ইইউর কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত মাস ছিল পৃথিবীর তৃতীয় উষ্ণতম জুন। পশ্চিম ইউরোপ তাদের রেকর্ডের মধ্যে সবচেয়ে উষ্ণ জুন মাস অনুভব করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়