ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৯ জুলাই ২০২৫   আপডেট: ০৯:২২, ১৯ জুলাই ২০২৫
লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি পুলিশ প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এতে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে দিকে (স্থানীয় সময়) বিস্কেইলুজ সেন্টার একাডেমি প্রশিক্ষণকেন্দ্রে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন ডেপুটি নিহত হোন। 

আরো পড়ুন:

কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে, কিন্তু বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সূত্রের বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের বোমা স্কোয়াড সান্তা মনিকা শহরের একটি গ্যারেজে  একটি গ্রেনেড উদ্ধার করে। 

সেই গ্রেনেডটি শুক্রবার প্রশিক্ষণ কেন্দ্রে আনা হয়েছিল। যেখানে কর্মকর্তারা সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন এ সময়ই বিস্ফোরণ ঘটে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন। এতে কেউ আহত হননি। 

এই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত তিন পুলিশ কর্মকর্তা অসাধারণ বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন।  যাদের চাকরির মেয়াদ ছিল ১৯ থেকে ৩৩ বছর পর্যন্ত। 

তবে নিহত কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। তিনজনই শেরিফ বিভাগের আগুন ও বিস্ফোরক বিভাগে নিযুক্ত ছিলেন।

শেরিফ লুনা জানান, ১৮৫৭ সালে প্রশিক্ষণকেন্দ্রটি প্রতিষ্ঠার পর থেকে এটি সেখানকার সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।   

স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনা তদন্তে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো সহায়তা করছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়