ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেলানিয়ার হ্যাট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৭ সেপ্টেম্বর ২০২৫  
মেলানিয়ার হ্যাট

হ্যাট! গয়না! পোশাক! শক্তিধর দেশগুলোর রাষ্ট্রনেতা ও তাদের স্ত্রীরা কী পরছেন এবং কী করছেন তার উপর কড়া নজর রাখে গণমাধ্যম। বিশেষ করে ফার্স্টলেডিরা তো বরাবরই নিজেদের ভিন্ন আঙ্গিকে পোশাক কিংবা গয়নায় উপস্থাপন করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়ার যুক্তরাজ্য সফরের সময় এই ফ্যাশনের বেশ ভালোই প্রদর্শনী হয়েছে। এবারের সফরে ব্রিটিশ সংবাদমাধ্যমের নজর কেড়েছে ফার্স্টলেডির হ্যাট।

হ্যাট পরার ব্যাপারে মেলানিয়া বরাবরই ব্যতিক্রম। চলতি বছরের শুরুতে তার স্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সাদা ও নীল রঙের চওড়া খাঁজযুক্ত হ্যাটটি আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। শপথ অনুষ্ঠানে ট্রাম্প যখন মেলানিয়াকে চুম্বন করার চেষ্টা করেছিলেন তখন সেই হ্যাটের খাঁজ চুম্বন দেওয়াকে জটিল করে তুলেছিল। বিষয়টি নিয়ে তখন ইন্টারনেটে বেশ রসালো আলোচনা হয়।

বুধবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই মেলানিয়া উইন্ডসর ক্যাসেলে এসেছিলেন একটি চওড়া খাঁজযুক্ত বেগুনি রঙের হ্যাট টুপি পরে। আর এই খাঁজ মেলানিয়ার চোখকে আড়াল করে দিচ্ছিল। হ্যাটের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলানিয়া এদিন পরেছিলেন ডিওরের তৈরি গাঢ় ধূসর স্যুট।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়