ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:২৭, ২০ সেপ্টেম্বর ২০২৫
সাইবার হামলায় ইউরোপের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম ব্যাহত

চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের উপর সাইবার আক্রমণের ফলে লন্ডনের হিথ্রো সহ বেশ কয়েকটি প্রধান ইউরোপীয় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে শনিবার অনেক ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং বাতিল করা হয়েছে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী বিমানবন্দরগুলোতে বেশ কয়েকটি বিমান সংস্থার চেক-ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেস একটি প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছে।

ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কলিন্স অ্যারোস্পেসের মূল সংস্থা আরটিএক্স জানিয়েছে, তারা নির্দিষ্ট বিমানবন্দরগুলোতে তাদের সফটওয়্যারে ‘সাইবার হামলা’ সম্পর্কে জানতে পেরেছে।

আরটিএক্স একটি ই-মেইল বিবৃতিতে বলেছে, “এই প্রভাব ইলেকট্রনিক চেক-ইন ও লাগেজ ড্রপের মধ্যে সীমাবদ্ধ এবং ম্যানুয়াল চেক-ইন অপারেশনের মাধ্যমে এর প্রভাব কমানো যেতে পারে।” যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রাসেলস বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, সাইবার হামলার ফলে স্বয়ংক্রিয় ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে, শুধুমাত্র ম্যানুয়াল চেক-ইন এবং বোর্ডিং পদ্ধতির অনুমতি রয়েছে। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, “এর ফলে ফ্লাইটের সময়সূচির উপর বিরাট প্রভাব পড়বে এবং দুর্ভাগ্যবশত ফ্লাইট বিলম্বিত ও বাতিল হবে... পরিষেবা প্রদানকারীরা সক্রিয়ভাবে সমস্যাটি নিয়ে কাজ করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের চেষ্টা করছে।”

শনিবারের জন্য নির্ধারিত ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে বিমান সংস্থাগুলোর সাথে তাদের ভ্রমণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়