ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহালয়া উপলক্ষে গঙ্গার ঘাটে তর্পণ, মন্দিরে ভক্তদের ভিড়

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৫
মহালয়া উপলক্ষে গঙ্গার ঘাটে তর্পণ, মন্দিরে ভক্তদের ভিড়

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। আজ রবিবার মহালয়া। আর মহালয়া মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়া।মহালয়া দুর্গতিনাশিনী দেবী দূর্গার আগমনী বার্তা। মহালয়া মানেই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার মর্ত্যলোকে আগমনের আমন্ত্রণ জানানো। মন্দিরে-মন্দিরে পূজা দেওয়ার ভিড় সনাতন ধর্মাবলম্বীদের।

এদিন স্থাপন করা হয় ঘট, করা হয় বিশেষ পূজা। অন্যদিকে, পিতৃপুরুষের উদ্দেশ্যে মহালয়ার সকালে গঙ্গার ঘাটে-ঘাটে চলে তর্পণ। তর্পণের জন্য রবিবার সকাল থেকেই সাধারণ মানুষ ভিড় জমেছে গঙ্গাসহ এপার বাংলার বিভিন্ন নদীর ঘাটগুলোতে।  

আরো পড়ুন:

‘মহালয়া’ শব্দটির অর্থ- মহান যে আলয় বা আশ্রয়। দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। এদিনই আক্ষরিক অর্থে দুর্গাপূজা শুরু হয়। কথিত আছে, মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। একই সঙ্গে শাস্ত্রমতে, এদিনই দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা। অপেক্ষা করেন উত্তরসূরিদের কাছ থেকে জল পাওয়ার জন্য। মহালয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশে জলদানই তর্পণ।

কলকাতার দক্ষিণেশ্বর থেকে বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা কিংবা বাবুঘাট- সকাল থেকেই ভিড় জমেছে কলকাতার বিভিন্ন ঘাটে। বিভিন্ন জেলার ঘাটগুলোর চিত্রও একই রকম। কোনো কোনো ঘাটে সকাল থেকেই তর্পণের জন্য পড়েছে লম্বা লাইন। 

তর্পনের সময় দুর্ঘটনা এড়াতে সতর্ক পুলিশ প্রশাসন। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কোনোরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীপথে চলছে টলহদারি, প্রস্তুত রাখা হয়েছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদেরও।

এদিকে, মহালয়ার আগের দিনই পূজা উদ্বোধনে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন সহ একাধিক বড় মণ্ডপের উদ্বোধন করেন। সূচনা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষের হাতিবাগান সর্বজনীন থেকে। তবে মহালয়ার আগেই মণ্ডপ উদ্বোধন করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, মাতৃমূর্তির উদ্বোধন তিনি তর্পণের আগে করেন না।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়