বিমানের ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে লুকিয়ে দিল্লিতে নামলো আফগান কিশোর
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে গিয়েছে ১৩ বছর বয়সী এক আফগান কিশোর। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা ওই কিশোরকে সোমবার বিমানটি অবতরণের পর দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঘোরাফেরা করতে দেখা গেছে।
ভারতীয় নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। পরে একই ফ্লাইটে তাকে কাবুলে ফেরত পাঠানো হয়।
ছেলেটি কর্তৃপক্ষকে জানিয়েছে, সে কৌতূহলবশত এই যাত্রা করেছিল।
ভারতীয় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ছেলেটি কাম এয়ারলাইন্সের ফ্লাইট আরকিউ-৪৪০১- এ করে রবিবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ দিল্লিতে অবতরণ করে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ১৩ বছর বয়সী ওই কিশোর ইরানে ভ্রমণ করতে চেয়েছিল এবং সে জানত না যে সে যে বিমানে উঠেছিল তা দিল্লির উদ্দেশ্যে যাত্রা করছে, তেহরানের উদ্দেশ্যে নয়। এর আগে ছেলেটি কাবুল বিমানবন্দরে লুকিয়ে ছিল এবং যাত্রীদের একটি দলের পিছু পিছু বিমানবন্দরের ভেতরে ঢুকে পরে। নিরাপত্তা চোখ এড়িয়ে সে বিমানের পিছনের চাকায় - ল্যান্ডিং গিয়ার রাখার কমাপার্টমেন্টে লুকিয়ে পড়ে। তার সঙ্গী হিসেবে ছিল শুধু লাল রঙের একটি স্পিকার।
ঢাকা/শাহেদ