ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের দাবি-বিশ্বে খিষ্ট্রানরা সবচেয়ে নির্যাতিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
ট্রাম্পের দাবি-বিশ্বে খিষ্ট্রানরা সবচেয়ে নির্যাতিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমানে বিশ্বে খিষ্ট্রানরা সবচেয়ে নির্যাতিত। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন।

ট্রাম্প তার ভাষণ দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে উল্লেখিত অধিকারগুলো রক্ষার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, “আসুন আমরা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করি। আসুন আমরা ধর্মীয় স্বাধীনতা রক্ষা করি, যার মধ্যে আজকে বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মও অন্তর্ভুক্ত: এটিকে খ্রিস্টধর্ম বলা হয়।”

তিনি আরো বলেছেন, “আসুন আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করি এবং সেই গুণাবলী লালন করি যা আমাদের প্রতিটি জাতিকে এতোটা বিশেষ, অবিশ্বাস্য এবং অসাধারণ করে তুলেছে।”

প্রসঙ্গত, ট্রাম্প ফেব্রুয়ারিতে ‘খ্রিস্টানবিরোধী বিতর্কের’ বিরুদ্ধে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়