ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি গির্জায় এক বন্দুকধারীর গুলিতে ও ভবনে আগুন লাগানোর ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার সকালে গ্র্যান্ড ব্ল্যাঙ্কের ল্যাটার-ডে সেন্টস শহরের জেসাস ক্রাইস্টের চার্চে প্রার্থনা চলাকালীন এই হামলার ঘটনাটি ঘটে। 

পুলিশ জানিয়েছে, ৪০ বছরের সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তার নাম টমাস জ্যাকব স্যানফোর্ড। তিনি নিকটবর্তী বার্টন শহরের বাসিন্দা ছিলেন।

পুলিশ ঘটনাটিকে ‘লক্ষ্যবস্তুবদ্ধ সহিংসতার ঘটনা’ হিসেবে তদন্ত করছে। তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে।

গ্র্যান্ড ব্লাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানান, জেসাস ক্রাইস্ট চার্চে রবিবারের প্রার্থনায় শত শত মানুষ অংশ নিয়েছিলেন। সকাল ১০টা ২৫ মিনিটে অকস্মাৎ বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে চার্চের ভিতর ঢুকে পড়েন হামলাকারী এবং অ্যাসল্ট রাইফেল হাতে নির্বিচারে গুলি চালানো শুরু করে। গুলি চালানোর পর গির্জা ভবনে অগ্নিসংযোগও করেন হামলাকারী। 

পুলিশ প্রধান বলেন, প্রথম জরুরি কল পাওয়ার আট মিনিটেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অফিসাররা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। গুলি চালানোর আট মিনিট পর স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে তাকে হত্যা করা হয়।

তিনি জানান, পুরো গির্জাটি এখনো পরিষ্কার করা হয়নি, কারণ এটি আগুনের কারণে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু লোক নিখোঁজ রয়েছেন।

পুলিশ প্রধান আরো বলেন, আমরা এখনও ঠিক কখন, কোথা থেকে আগুন লেগেছিল এবং কীভাবে এটি শুরু হয়েছিল তা নির্ধারণ করার চেষ্টা করছি। তবে আমরা বিশ্বাস করি সন্দেহভাজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এটি লাগিয়েছে।

রেনেই জানান, এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত এবং শোকাহত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি হটলাইন নম্বরও ঘোষণা করেন।

তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এবং তার মোবাইল ফোন রেকর্ড পরীক্ষা করে হামলার উদ্দেশ্য জানার চেষ্টা করছেন।

এর আগে, শনিবার নর্থ ক্যারোলাইনার সাউথপোর্ট শহরে বন্দুক হামলায় ৩ জন নিহত ও ৮ জন আহত হন। বন্দুকধারী একটি নৌকা থেকে রেস্তোরাঁ লক্ষ্য করে গুলি চালায়।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়