ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চীনা পণ্যে ব্যাপক শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১০ অক্টোবর ২০২৫  
চীনা পণ্যে ব্যাপক শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা চীনা আমদানির উপর বিশাল শুল্ক বৃদ্ধির পরিকল্পনা করছে। শুক্রবার ট্রুথ সোশ্যালের একটি পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার কোনো পরিকল্পনা তার নেই।

মার্কিন প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, চীন বিশ্বব্যাপী বিরল মৃত্তিকা সম্পর্কিত উৎপাদনের প্রতিটি উপাদানের উপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চিঠি পাঠাচ্ছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “আমি কখনো ভাবিনি যে এটি এমন পর্যায়ে আসবে, কিন্তু সম্ভবত, সবকিছুর মতো, সময় এসেছে। অবশেষে, যদিও সম্ভাব্য বেদনাদায়ক, এটি শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুব ভালো জিনিস হবে। এই মুহূর্তে আমরা যে নীতিগুলো হিসাব করছি তার মধ্যে একটি হল মার্কিন যুক্তরাষ্ট্রে আসা চীনা পণ্যের উপর ব্যাপক শুল্ক বৃদ্ধি। আরো অনেক পাল্টা ব্যবস্থা রয়েছে যা, একইভাবে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কোনো আলাপ করেননি। কারণ তার মনে হয়েছে, এ ধরনের আলাপের কোনো প্রয়োজন নেই।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়