ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের নতুন সংকট: তরুণদের উচ্চ মৃত্যুহার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:১৮, ১২ অক্টোবর ২০২৫
বিশ্বের নতুন সংকট: তরুণদের উচ্চ মৃত্যুহার

কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ মৃত্যুহারের ‘উদীয়মান সংকটের’ মুখোমুখি বিশ্ব। বিশ্বব্যাপী মৃত্যু এবং অক্ষমতার কারণগুলোর উপর একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মাদক ও অ্যালকোহল ব্যবহার এবং উত্তর আমেরিকায় আত্মহত্যা থেকে শুরু করে সাব-সাহারান আফ্রিকায় সংক্রামক রোগ ও সংঘাতের কারণগুলো বিভিন্ন রকম। হৃদরোগ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ এখন সব ধরনের অসুস্থতার দুই-তৃতীয়াংশ এবং মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে।

গবেষকরা দেখিয়েছেন, বিশ্বের রোগের বোঝার অর্ধেক প্রতিরোধযোগ্য ছিল। এই রোগগুলো উচ্চ রক্তচাপ, বায়ু দূষণ, ধূমপান এবং স্থূলতার মতো ঝুঁকিগুলোর মাধ্যমে পরিচালিত।

গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ গবেষণাটি তিন লাখেরও বেশি তথ্য উৎস ব্যবহার করে ১৬ হাজার ৫০০ বিজ্ঞানীর একটি নেটওয়ার্ক দিয়ে পরিচালিত হয়েছিল। এটি ল্যানসেটে প্রকাশিত হয়েছে এবং রবিবার বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে উপস্থাপন করা হয়েছে।

এতে দেখা গেছে, ২০২৩ সাল পর্যন্ত ২০৪টি দেশ ও অঞ্চলে সামগ্রিকভাবে মৃত্যুর হার কমেছে এবং কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বব্যাপী আয়ুষ্কাল কমে যাওয়ার পর তা পুনরুদ্ধার হয়েছে।

নারীদের ক্ষেত্রে এটি ৭৬ বছর ৩ মাস এবং পুরুষদের ক্ষেত্রে ৭১ বছর ৫ মাস, যা ১৯৫০ সালের তুলনায় ২০ বছরেরও বেশি।  যদিও এ ক্ষেত্রে ‘পরিপূর্ণ ভৌগোলিক পার্থক্য’ রয়ে গেছে, উচ্চ-আয়ের অঞ্চলে ৮৩ বছর থেকে শুরু করে সাব-সাহারান আফ্রিকায় ৬২ বছর পর্যন্ত।

তবে, লেখকরা জানিয়েছেন, তারা কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে মৃত্যুর হারের ক্রমবর্ধমান বৃদ্ধি নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। উত্তর আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার কিছু অংশে, আত্মহত্যা এবং মাদক ও অ্যালকোহল সেবনের কারণে এই বৃদ্ধি ঘটেছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন স্কুলের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের পরিচালক ড. ক্রিস্টোফার মারে বলেন, “তথ্যগুলো দেখার সময় কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে খুব উল্লেখযোগ্য বৃদ্ধি অবশ্যই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিল।”

তিনি বলেন,উত্তর আমেরিকায় ক্রমবর্ধমান মৃত্যু “তরুণদের, বিশেষ করে মহিলাদের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতার উত্থানের সাথে খুব সম্পর্কিত। মানসিক স্বাস্থ্য ব্যাধির উত্থান অনেক মনোযোগ আকর্ষণ করলেও, কারণগুলো নিয়ে এখনো অনেক বিতর্ক রয়েছে।”

মারে বলেন, “গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডিতে উপস্থাপিত প্রমাণগুলো একটি জাগরণের আহ্বান, যা সরকার ও স্বাস্থ্যসেবা নেতাদের জনস্বাস্থ্যের চাহিদাগুলোকে পুনর্গঠনকারী বিপর্যস্ত প্রবণতাগুলোর প্রতি দ্রুত এবং কৌশলগতভাবে প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানিয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়