ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ ক্যারোলিনায় রেস্তোরাঁয় গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১২ অক্টোবর ২০২৫  
দক্ষিণ ক্যারোলিনায় রেস্তোরাঁয় গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় একটি রেস্তোরাঁয় গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার এই হামলার ঘটনা ঘটেছে বলে বিউফোর্ট কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে।

শেরিফের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে সেন্ট হেলেনা দ্বীপের উইলি'স বার অ্যান্ড গ্রিল থেকে পুলিশের কাছে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেরিফের অফিস জানিয়েছে, গুলিবর্ষণের সময় শত শত মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তারা ঘটনার তদন্ত করছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে। পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত নিহতদের নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে অফিস।

সেন্ট হেলেনা দ্বীপ আফ্রিকান দাসদের বংশধরদের সংস্কৃতির কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা গুল্লা গিচি নামে পরিচিত। যে বারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে তা খাঁটি গুল্লা খাবার পরিবেশন করতো।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়