ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:২৪, ১৫ অক্টোবর ২০২৫
২০ তালেবান সেনাকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান সীমান্তে সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ দাবি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোরে আফগান তালেবানরা ‘স্পিন বোলদাক এলাকার চারটি স্থানে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। পাকিস্তানি বাহিনী আক্রমণটি কার্যকরভাবে প্রতিহত করেছে।’

এতে জানানো হয়েছে, পাকিস্তানি সেনারা আক্রমণ প্রতিহত করার সময় ১৫ থেকে ২০ জন আফগান তালেবানকে হত্যা এবং আরো বেশ কয়েকজনকে আহত করেছে।

পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখনো জটিল হচ্ছে। ফিতনা-আল-খোয়ারিজ এবং (আফগান) তালেবানদের ঘাঁটিগুলোতে আরো তৎপরতা গড়ে তোলার খবর পাওয়া যাচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ফিতনা-আল-খোয়ারিজ বলে আখ্যা দিয়ে থাকে পাকিস্তানি সেনাবাহিনী।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে কাবুলের তালেবান প্রশাসন। তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ পোস্ট করে বলেন, “আজ সকালে পাকিস্তানি বাহিনী আফগান ভূখণ্ডে হামলা চালায়। এতে ১২ জন বেসামরিক নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।”

এর আগে গত রবিবার আফগানিস্তানের উত্তর সীমান্তের একাধিক পাহাড়ি স্থানে পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করেছিল তালেবান। এই হামলায় পাকিস্তানের ৫৮ সেনা নিহত হয়।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়