ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাতারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৪৩, ১৭ অক্টোবর ২০২৫
কাতারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করতে চায় সৌদি আরব

সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে। আগামী মাসে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউস সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে। 

ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, “যুবরাজ আসার আগে কিছু স্বাক্ষর করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত এখনো জানা যায়নি।”

সৌদি আরবের সঙ্গে আলোচনায় থাকা চুক্তিটি সাম্প্রতিক মার্কিন-কাতার চুক্তির অনুরূপ, যেখানে কাতারের উপর যেকোনো সশস্ত্র আক্রমণকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত মাসে দোহায় বিমান হামলা চালিয়ে হামাসের নেতাদের হত্যা করার চেষ্টা করার পর কাতারের সাথে মার্কিন চুক্তিটি করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সাথে প্রতিরক্ষা সহযোগিতা ‘আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি।’ তবে সম্ভাব্য চুক্তির বিশদ সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।

রিয়াদ ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব দীর্ঘদিন ধরে কাতার চুক্তির অনুরূপ গ্যারান্টি চেয়ে আসছে। গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়