ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রাশিয়ার সাথে যুদ্ধের অবসান ঘটানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে প্রস্তুত। বুধবার প্রস্তাবিত নতুন শান্তি পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, আলোচনায় বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত তিনি কোনো নেতার সাথে দেখা করবেন না। তিনি শুধু চূড়ান্ত পর্যায়ে হস্তক্ষেপ করতে চান।

রাশিয়া বরাবরই দাবি করে আসছে, ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলো রাশিয়া হস্তান্তর করবে না। এগুলো রাশিয়ার দখলেই থাকবে। তবে ইউক্রেন এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। এই বিষয়টি শান্তি আলোচনার সবচেয়ে বড় প্রতিবন্ধক।

জেলেনস্কি বলেছেন, “সংবেদনশীল বিষয়গুলো সমাধানের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নেতৃত্ব পর্যায়ে বৈঠকের জন্য প্রস্তুত। আঞ্চলিক প্রশ্নের মতো বিষয়গুলো নেতাদের পর্যায়ে আলোচনা করা উচিত।”

পরিকল্পনাটিকে ‘যুদ্ধ শেষ করার মূল কাঠামো’ হিসাবে বর্ণনা করে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া আবার ইউক্রেন আক্রমণ করলে সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয়দের কাছ থেকে সুরক্ষা গ্যারান্টি প্রস্তাব করা হয়েছে।

ইউক্রেনের পূর্ব ডনবাসের মূল প্রশ্নে জেলেনস্কি বলেন, ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ একটি সম্ভাব্য বিকল্প।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন সেনা প্রত্যাহারের বিরুদ্ধে, তাই মার্কিন আলোচকরা একটি অসামরিক অঞ্চল অথবা একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চেষ্টা করছেন।

জেলেনস্কি বলেন, “দুটি বিকল্প আছে। হয় যুদ্ধ অব্যাহত থাকুক, অথবা সমস্ত সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়