ঢাকা     সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ৪ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৯:১০, ৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ

ডেলসি রদ্রিগেজ

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার এ নির্দেশ দিয়েছেন। খবর আল-জাজিরার।

আদালতের আদেশে বলা হয়, ‘প্রশাসনিক ধারাবাহিকতা এবং জাতির সামগ্রিক প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে’ রদ্রিগেজ ‘বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কার্যালয়ের’ দায়িত্ব গ্রহণ করবেন।

আরো পড়ুন:

আদালত আরো জানিয়েছে, প্রেসিডেন্টের অনুপস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রের ধারাবাহিকতা, সরকার পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে তা নির্ধারণে আদালত আরো আলোচনা ও পর্যালোচনা করবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে আপাতত ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় অন্তর্বর্তী নেতৃত্বের ব্যবস্থা কার্যকর হলো।

এদিকে, রবিবার (৪ জানুয়ারি) দিনের শুরুর দিকে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা দখল করবে না, যদি রদ্রিগেজ ‘যুক্তরাষ্ট্র যা চায় তা করেন’। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রদ্রিগেজ যুক্তরাষ্ট্র যা চাইবে, তা করতে তিনি প্রস্তুত- এমনই ইঙ্গিত দিয়েছেন। 

ট্রাম্পের এমন বক্তব্য অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। কারণ ডেলসি রদ্রিগেজ এবং তার ভাই হোর্হে রদ্রিগেজ, যিনি বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতৃত্ব দিচ্ছেন; দীর্ঘদিন ধরেই মাদুরো সরকারের সবচেয়ে দৃঢ় সমর্থক। 

ডেলসি রদ্রিগেজ মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং যুক্তরাষ্ট্রের হামলার পর তিনিই প্রথম কোনো শীর্ষ কর্মকর্তা, যিনি প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান। তিনি যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রীর জীবিত থাকার প্রমাণ দেওয়ার আহ্বান জানান।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়