ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

যশোরে করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক,যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৯ জুন ২০২১  
যশোরে করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ, মৃত্যু ২

বেড়েছে যশোরের করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ৪৯ শতাংশ।  বুধবার (৮ জুন) শনাক্তের হার ছিল ৪২ শতাংশ। 

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, জেলায় একজন করোনা পজিটিভ হয়েছেন।  একজন করোনা সাসপেক্ট রোগী মারা গেছেন। এদিকে করোনার উর্ধ্বগতির কারণে বুধবার (৯ জুন) মধ্যরাত থেকে যশোরের দুটি পৌরসভায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে।

গত মে মাসে ভারত সীমান্তবর্তী জেলা হিসেবে যশোর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। এ মাসের শেষ সপ্তাহে যশোরে করোনা শনাক্তের হার আগের তুলনায় কিছুটা বাড়তে থাকে।  জুন মাসের শুরুতে থেকে প্রতিদিনই বাড়ছে শনাক্তের হার। গত ৭ জুন শনাক্ত হয় ২৯ শতাংশ।  ৮ জুন তা বেড়ে দাঁড়ায় ৪২ শতাংশ।  গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৪জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন রোগী ভর্তি রয়েছেন।

রিটন/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়