ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চার কেজি সোনাসহ আটক ২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৭, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার কেজি সোনাসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল‌্যের প্রায় চার কেজি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস।

শুক্রবার সোদি আরব ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত সাড়ে ১২টায় কুয়েত এয়ারওয়েজে সৌদি আরবের মদিনা থেকে আসা যাত্রী সৈয়দ আহমেদ মল্লিককে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার জ্যাকেট ও পাঞ্জাবির পকেটে ১৭টি চুড়ি আকৃতির সোনা পাওয়া যায়। এসব সোনার মোট ওজন ২ কেজি ১২০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করাসহ জব্দকৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকাল সাড়ে ৬টায় এয়ার এমিরেটসের বিমানে করে দুবাই থেকে আসা যাত্রী ইউসুফকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। তার প্যান্টের পকেটে ১৬টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার মোট ওজন ১ কেজি ৮৫৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯২ লাখ ৮০ হাজার টাকা। তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।



ঢাকা/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়