ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভিডিও কনফারেন্সে বিচারপতিরা, শিশুদের মুক্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভিডিও কনফারেন্সে বিচারপতিরা, শিশুদের মুক্তির সুপারিশ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের শিশু অধিকার কমিটি। বৈঠক থেকে শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের মুক্তি বা জামিনের বিষয়ে প্রধান বিচারপতির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে বিচারপতিরা নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।

বৈঠকে অংশ নিয়েছিলেন শিশু অধিকার কমিটি চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী, কমিটির সদস্য বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, জনসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম ও ইউনিসেফের প্রতিনিধি।

বৈঠক সূত্রে জানা গেছে, শিশু উন্নয়ন কেন্দগুলোতে অপর্যাপ্ত জায়গায় বিপুল সংখ্যক শিশু রয়েছে। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। এ কারণে দেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে থাকা শিশুদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামিন বা মুক্তির জন্য প্রধান বিচারপতির কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বৈঠকের বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করে বলেন, এসব শিশুদের কীভাবে মুক্তি দেওয়া যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।


ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়