ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট

ঢাকা ও চট্টগামের তিনটি বেসরকারি হাসপাতালের পরিচালকদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে রোগী ভর্তি না করায় এবং অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। তিনটি হাসপাতাল হলো- ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতাল, চট্টগ্রামের ও আর নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার হাসপাতাল।

সোমবার (২৯ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চে এ রিট দাখিল করা হয়েছে।

ফেনীর বাসিন্দা জেবুল হোসেন রয়েলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইয়াদিয়া জামান এ রিট দাখিল করেছেন।

তিনটি হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চিকিৎসা না করে ফেরত দেওয়া এবং অতিরিক্ত বিল আদায়ের ঘটনায় বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়েছে।

রিট আবেদনে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতাল, চট্টগ্রামের নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টার হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে।


ঢাকা/মেহেদী/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়