ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

সানীর বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ১০ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানীর বিরুদ্ধে অভিযোগ শুনানি পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার আরাফাত সানীর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে।

রোববার মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবী নুসরাত জাহান শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।

অপরদিকে বাদীপক্ষের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এর বিরোধিতা করেন। একইসঙ্গে তিনি আরাফাত সানীর জামিন বাতিলের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১২ অক্টোবর অভিযোগ গঠনের শুনানি এবং আরাফাত সানীর জামিন বাতিলের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। শুনানিকালে আরাফাত সানী ও মামলার বাদী নাসরিন সুলতানা আদালতে হাজির ছিলেন।

এর আগে গত ২২ মার্চ ঢাকা সিএমএম আদালতে আরাফাত সানীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া। এরপর মামলাটি বিচারের জন্য সিএমএম আদালত থেকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হয়। অভিযোগপত্রে আরাফাত সানীর সাথে নাসরিন সুলতানার বিয়ে হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, আরাফাত সানীর বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে আরো দুটি পৃথক মামলা দায়ের করেন নাসরিন সুলতানা।



রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়