ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

শিশু চুরি তদন্তে কমিটি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ২১ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু চুরি তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে জিম নামের এক শিশু চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম তারিক সাংবাদিকদের বলেন, ‘উপ-পরিচালক (ফিন্যান্স) বিদ্যুত কান্তি পালকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।’

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান রাইজিংবিডিকে বলেন, ‘শিশুটি এখনো উদ্ধার হয়নি। সব ধরনের চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোয়েন্দারা পর্যবেক্ষণ করছে।’

উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার পর কে বা কারা মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা তিন মাসের শিশু জিমকে চুরি করে নিয়ে যায়।



রাইজিংবিডি/ঢাকা/২১ নভেম্বর ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়