ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

খালেদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: ব্যবস্থা গ্রহণের আবেদন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৬, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য: ব্যবস্থা গ্রহণের আবেদন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা আনয়ন, বেআইনিভাবে সাজা প্রদানের লক্ষ্যে সরকারি দলিলাদি জালিয়াতি ও মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগ এনে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ছয় সাক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।

বুধবার পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে তারা হলেন-হারুন অর রশিদ (পি ডব্লিউ-৩১), আব্দুল বারেক ভূঁইয়া (পি ডব্লিউ-২১), মোস্তফা কামাল মজুমদার (পি ডব্লিউ-১৯), তৌহিদুর রহমান খান (পি ডব্লিউ-২০), সৈয়দ জগলুল পাশা (পি ডব্লিউ-১৪) এবং  মাজেদ আলী (পি ডব্লিউ-৯)।

আবেদনে আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী। তাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যাভাবে সাজার দেওয়ার লক্ষ্যে তারা আদালতে সাক্ষ্য দেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়