ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাকাশিবোর সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৪১, ১৫ সেপ্টেম্বর ২০২০
বাকাশিবোর সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বাকাশিবো) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মোস্তাফিজুর রহমান অবৈধ উপায়ে ১ কোটি ৭২ লাখ ৩৭১ টাকার সম্পদ অর্জন করেছেন। অবৈধ সম্পদের মধ্যে রাজধানীর তেজকুনি পাড়া ও উত্তরায় দুটি ফ্ল্যাট এবং রাজশাহীতে জমি রয়েছে। তিনি দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৫ লাখ ৭৫ হাজার ৯৪১ টাকার অস্থাবর সম্পদের তথ‌্য গোপন করেছেন।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/এম এ রহমান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়