RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ৩০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৫ ১৪২৭ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪২

ছাড়া পেলেন সাবেক ভিপি নুরুল

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০২০
ছাড়া পেলেন সাবেক ভিপি নুরুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ সাতজনকে সোমবার সন্ধ্যায় আটক করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পর  নুরুল হককে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন।

তিনি বলেন, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে সন্ধ্যায় মো. ওয়ালিদ হোসেন জানিয়েছিলেন, নুরুলসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার একটি থানায় ধর্ষণ মামলার প্রতিবাদে নূর ও তার সহযোগীরা শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় তারা পুলিশের কাজে বাধা দেন। পরে মৎস্য ভবন এলাকা থেকে নুরুল হকসহ সাতজনকে পুলিশ আটক করে।

মাকসুদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়