ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১২ মার্চ ২০২১   আপডেট: ১২:৪৩, ১২ মার্চ ২০২১
ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে দেড় বছরের শিশু মিনহাজ মারা গেছে।

শুক্রবার (১২ মার্চ) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে তিনজনের মৃত্যু হলো। আর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল শিশু মিনহাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, মিনহাজের শরীরের ৪০ শতাংশ পুড়ে যায়। বাকিদের সুস্থ করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তবে তাদের শরীরের অনেকাংশে পুড়ে গেছে বলে জানান তিনি। 

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছরের কিশোর মাহফুজ মারা যায়। আর মঙ্গলবার (৯ মার্চ) রাত ২টার দিকে মারা যায় গৃহকর্তা মিশাল।

চিকিৎসাধীন রয়েছেন মিশালের স্ত্রী মিতা বেগম (২৩), তাদের মেয়ে আফসানা আক্তার (৪) ও মিশালের শ্যালক সাব্বির হোসেন (১৫)। 

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায়  ছয়তলা ভবনের ষষ্ঠতলায় গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়। দগ্ধদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

দগ্ধদের স্বজনরা জানান, গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ওই ফ্ল্যাটের বিভিন্ন রুমে ভরে যায়। রাতে পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। 

মাকসুদ/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ