ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ছয় বেকারিকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ২৭ এপ্রিল ২০২১  
ছয় বেকারিকে সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

বেকারির ভেতর অস্বাস্থ‌্যকর পরিবেশ

অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগ পেয়ে ঢাকার কেরানীগঞ্জের ছয়টি বেকারিতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভেজাল খাবার ধ্বংস ও ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অপরাধে শুভেচ্ছা বেকারি ও কনফেকশনারিকে ২ লাখ টাকা, যমুনা বেকারি ও কনফেকশনারিকে ২ লাখ টাকা, সুপার কুলছুম বেকারি ও কনফেকশনারিকে দেড় লাখ টাকা, সাগর ফুড প্রোডাক্টকে ১ লাখ টাকা, কুসুম বেকারি ও কনফেকশনারিকে ২ লাখ এবং সোইলী বেকারি ও কনফেকশনারিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এসব প্রতিষ্ঠানের ২ লাখ টাকার ভেজাল খাবার ধ্বংস করা হয়।

র‌্যাব-১০ এর কর্মকর্তা এনায়েত কবির সোয়েব রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করছিল। র‌্যাবের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়