ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘সাংবাদিক রোজিনার মামলা চাপের ঊর্ধ্বে থেকে তদন্ত করা হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২০ মে ২০২১   আপডেট: ১৭:১২, ২০ মে ২০২১
‘সাংবাদিক রোজিনার মামলা চাপের ঊর্ধ্বে থেকে তদন্ত করা হবে’

কারাগারে নেওয়া পথে রোজিনা ইসলাম (ফাইল ফটো)

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেসি অ‌্যাক্টে দায়ের করা মামলা যেকোনো ধরনের চাপের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক রাইজিংবিডিকে বলেছেন, ‘তদন্তে যা যা করা দরকার, তা-ই করা হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করব। কেউ যেন অহেতুক হয়রানি শিকার না হয়, সে বিষয়টি আমরা দেখব।’

রাজধানীর শাহবাগ থানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শিব্বির আহমদ ওসমানীর দায়ের করা মামলাটির তদন্তভার বুধবার (১৯ মে) দুপুরে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা ইসলাম। সেখানে তাকে ৫ ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই দিন রাত ৯টায় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ