ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্কুল ব্যাগে কোটি টাকার ইয়াবা!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১১ জুন ২০২১  
স্কুল ব্যাগে কোটি টাকার ইয়াবা!

রাজধানীতে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের সঙ্গে থাকা স্কুল ব‌্যাগ ও শপিং ব্যাগ থেকে ২৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এসব ইয়াবার দাম প্রায় ১ কোটি টাকা।

শুক্রবার (১১ জুন) র‌্যাব-২ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে পল্লবী থানাধীন আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয় এলাকায় অবস্থান নেন র‌্যাব সদস্যরা। সেখান থেকে সন্দেহভাজন দুই মাদক কারবারি মো. আবদুর রহিম ও মো. আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি করে তাদের সঙ্গে থাকা স্কুল ব‌্যাগ ও শপিং ব্যাগের ভেতর থেকে ২৩ হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪ লাখ ৭৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, রহিম ও তাহের পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে আসত। পরে তা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। মাদক পরিবহনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তারা ছদ্মবেশ ধারণসহ বিভিন্ন রকম অভিনব পন্থা অবলম্বন করত।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়