ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাহারছড়ায় বিয়ার জব্দ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ১৩ জুন ২০২১  
বাহারছড়ায় বিয়ার জব্দ

টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের শিলখালী বাজারের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ৮০০ পিস আন্দামান গোল্ড বিয়ার এবং পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল হোসেন, পিও এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের সদস্যরা টর্চ লাইটের আলো ও বাঁশির মাধ্যমে একটি গাড়িকে থামার জন্য সংকেত দেয়। এ সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গাড়িটিকে না থামিয়ে দ্রুত গতিতে পালাতে চেষ্টা করে।  ধাওয়া করলে গাড়ির ড্রাইভার ও হেলপার গাড়ি থামিয়ে দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

তিনি আরও জানান, পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তায় ৮০০ পিস আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়। জব্দকৃত বিয়ার ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়