চুরি করতে গিয়ে মৃত্যু
চুরি করতে গিয়ে মো. বেলাল হোসেন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাঁচতলা ভবনের পাইপ বেয়ে উঠে বাসাবাড়ির মালামাল চুরি করতে গেলে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ।
দুপুরে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাকিজুর রহমান রাইজিংবিডিকে বলেন, পূর্ব শেওড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ওই যুবকের রক্তাক্ত লাশ ভবনের পাশে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে বুধবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় বেলাল ছয়তলা ভবনের পাইপ বেয়ে পাঁচতলায় ওঠে। এ সময় সে লাঠির সাহায্যে জানালা দিয়ে বাসার ভেতরে থাকা মোবাইল ও মূল্যবান জিনিস নেওয়ার চেষ্টা করছিল। এক পর্যায় সে নিচে পড়ে যায়। এছাড়াও বেলাল ওই বাসার চারতলা থেকে আরও দুটি মোবাইল চুরি করে। দুটি মোবাইল উদ্ধার করে ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তাকে কেউ ফেলে হত্যা করেছে কি না তেমন কোনো তথ্য আমাদের জানা নেই।
/মাকসুদ/এসবি