ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নব্য জেএমবির সামরিক শাখার প্রধানসহ ৩ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩১, ১১ আগস্ট ২০২১  
নব্য জেএমবির সামরিক শাখার প্রধানসহ ৩ জন রিমান্ডে

নব্য জেএমবির সামরিক শাখার প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকানসহ তিন জনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের পুলিশ পরিদর্শক (নি.) ইলিয়াস হোসেন তিন আসামিকে আদালতে হাজির করে কাফরুল থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত প্রত্যেকের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে পাঠানো অপর দুই আসামি হলেন- সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মো. রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ।

তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে এই তিন জনকে গ্রেপ্তার করে সিটিটিসি। 

এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

ঢাকা/মামুন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়