ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সহযোগীসহ কারাগারে ঈশিতা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১২ আগস্ট ২০২১  
সহযোগীসহ কারাগারে ঈশিতা

শাহআলী থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিভিন্ন সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ইশরাত রফিক ঈশিতা এবং তার সহযোগী মোহাম্মদ শহিদুল ইসলাম ওরফে দিনারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে দুই দিনের রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহআলী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মাসুদ রানা।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে গত ৯ আগস্ট এ মামলায় তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রচার-প্রচারণার মাধ্যমে নিজেদের খ্যাতিমান হিসেবে অধিষ্ঠিত করে নানাবিধ অপরাধ কার্যক্রমের সাথে যুক্ত রয়েছেন। 

নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নিজেদের ভুয়া সাফল্য ও আন্তর্জাতিক মানবাধিকার ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে লিপ্ত থেকে মিথ্যাচারের মাধ্যমে প্রতারণা করে আসছেন।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, তারা অ্যাওয়ার্ড বিষয়ক অনুষ্ঠানের এডিটিং করা ভুয়া ছবি ও সনদ তৈরি করে গনমাধ্যমে পাঠিয়ে ও ভার্চুয়াল জগতে প্রচারণা করতেন। ইয়াং ওয়ার্ল্ড লিডারস ফর হিউম্যানিটি নামে একটি অনিবন্ধন ও অননুমোদিত সংগঠন পরিচালনা করতেন। ফেসবুক পেজ ওয়ান লিঙ্কডিন আইডি রয়েছে। যার সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত বলে প্রচারণা করছে। ফেসবুক পেজের মাধ্যমে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতারণা নেটওয়ার্ক তৈরি করে ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রতিনিধি নিয়োগ করে আসছে।

এর আগে ১ আগস্ট পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার হন উচ্চাভিলাষী তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ওরফে বিশিষ্ট আলোচক ওরফে ডিপ্লোম্যাট ওরফে ব্রিগেডিয়ার জেনারেল ওরফে বিশেষজ্ঞ চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা (আইপিসি)। 

পরে কথিত এ তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক ঈশিতা ও তার সহযোগী দিনারের নামে র‌্যাব-৪ বাদী হয়ে শাহ আলী থানায় তিনটি মামলা দায়ের করে। গত ২ আগস্ট প্রতারণা ও মাদক মামলায় এ দুই আসামির তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকা/মামুন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়