ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ১৭ আগস্ট ২০২১  
ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘প্রতারণার শিকার হওয়া সব গ্রাহকের পক্ষে মো. তাহেরুল ইসলাম নামের এক গ্রাহক মামলাটি দায়ের করেছেন। তদন্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।’

পুলিশ জানায়, মামলায় ই-অরেঞ্জের পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তারা হলেন—মাসুকুর রহমান, আমানুল্লাহ, বিথী আক্তার, কাওছার আহমেদ ও সোনিয়া মেহজাবিন। তারা সবাই ই-অরেঞ্জের মালিক বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শত শত গ্রাহক বিভিন্ন পণ্যের জন্য ই-অরেঞ্জকে টাকা দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের পণ্য সরবরাহ করা হয়নি। অথচ পণ্যের অর্ডারের নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। কবে পণ্য সরবরাহ করা হবে, তাও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে না।

এর আগে গত দুই দিন ধরে গুলশান-২ নম্বর এলাকায় ই-অরেঞ্জের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রাহকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ বিষয়ে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়