ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাস্থ্যের সাবেক ডিজিকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে দুদক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২০ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৬:১৯, ২০ সেপ্টেম্বর ২০২১
স্বাস্থ্যের সাবেক ডিজিকে আসামি করে অভিযোগপত্র দিচ্ছে দুদক

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপ-পরিচালক মো. ইউনুস আলী, সহকারী পরিচালক শফিউর রহমান ও গবেষণা কর্মকর্তা দিদারুল ইসলামকে আসামি করা হয়েছে। শিগগিরই আদালতে অভিযোগপত্র পেশ করবে দুদক।

দুদকের অনুমোদিত অভিযোগপত্রে করোনার চিকিৎসার বিষয়ে রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের করা চুক্তিকে অবৈধ বলা হয়েছে। এ চুক্তির ভিত্তিতে করোনায় আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করে অবৈধ পারিতোষিক বাবদ ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা হাতিয়ে নিয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ।

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করতে চুক্তি করেন। এছাড়া, সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন করোনা রোগীর নমুনা পরীক্ষা করে তাদের কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা করে হাতিয়ে নেন।

ঢাকা/শিশির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়