ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাসেল দম্পতির বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২১ সেপ্টেম্বর ২০২১  
রাসেল দম্পতির বিরুদ্ধে রিমান্ড চাইবে পুলিশ 

তিন দিনের রিমান্ড শেষে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির রাসেল দম্পতিকে আদালতে তোলা হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে। 

গুলশান থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, আদালতের আদেশে মো. রাসেল ও শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।  আজ তাদের তিন দিনের রিমান্ড শেষ হচ্ছে।

আরো পড়ুন:

জানা গেছে, গুলশান থানা পুলিশ তাদের আদালতে হাজির করলে ধানমন্ডি থানায় দায়ের করা এক বিনিয়োগকারীর মামলায় এদিন পুলিশ তাদের পুনরায় রিমান্ড চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজির করা হবে।

এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করেন ভুক্তভোগী এক গ্রাহক। ওই মামলায় বিকেলের তাদের দুজনকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে আদালতে হাজির করা হয়।  ইতোমধ্যে তাদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় আরেক বিনিয়োগকারী ৩৬ লাখ টাকার পণ্য সরবরাহ করায় রাসেল দম্পতি প্রতারণার মাধ্যমে রাসেল ওই অর্থ হাতিয়ে নেয় বলে বাদী অভিযোগ করেন।

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়