ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেট্রোরেলের মালামাল চুরি, গ্রেপ্তার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১২ নভেম্বর ২০২১  
মেট্রোরেলের মালামাল চুরি, গ্রেপ্তার ৬

রাজধানীর তুরাগ এলাকা মেট্রো রেল প্রকল্পের মালামাল চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৮৭৭০ কেজি বিভিন্ন ধরনের লোহাসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে র‌্যাব-৪ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে তুরাগ নতুন বাজার খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে হাবিবুর রহমান, মারুফুল ইসলাম, বোরহান উদ্দিন, মো. সুরুজ, মো. রুবেল, মো. জহিরুল ইসলাম ওরফে রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

র‌্যাব জানায়, ঢাকা মহানগরীর তুরাগ থানা এলাকায় সংঘবদ্ধ একটি চোরাকারবারী চক্র দীর্ঘদিন ধরে মেট্রো রেল প্রকল্প ছাড়াও সরকারের আরও কিছু প্রকল্পের লোহা, ইস্পাত, তার, মেশিন চুরি করে নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রি করে আসছে। 

র‌্যাব জানায়, গত কয়েক বছর ধরে ঢাকাসহ আশেপাশে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিচালিত হয়ে আসছে। প্রকল্পগুলোর কার্যক্রম চলাকালীন প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ স্তুপ আকারে থাকা কালে একটি সংঘবদ্ধ চোরাকারবারি দল সুযোগ মতো চুরি করে তাদের পছন্দ মতো গোপন একটি জায়গায় নিয়ে গিয়ে সেগুলো সহজে বহনযোগ্য করে বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে থাকে।   হাবিবুর রহমান চক্রটির মূলহোতা।  তার সহযোগী সুরুজ, রুবেল ও  রিয়াদদের সহায়তায় মেট্রোরেলসহ বিভিন্ন প্রকল্পের অপ্রয়োজনীয় লোহা, ইস্পাত, তার, মেশিন কৌশলে চুরি করে একটি গোপন স্থানে নিজেদের হেফাজতে রাখে।

পরবর্তী সময়ে তারা সুযোগ বুঝে চোরাই মালগুলোকে কেটে বহনযোগ্য করে মারুফুল ইসলাম ও বোরহান উদ্দিনের কাছে বিক্রি করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে।

মাকসুদ/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়